"মিথ্যে সুনামী"
       বিপ্লব দাস


তুমি নিজেকে এভাবে গুটিয়ে নিচ্ছো।
অন্ধকারে থাকতে চাইছো একা,
অন্ধকার ঘর তোমার এখন ভীষণ প্রিয় ।
সে অন্ধকার নিঃসঙ্গ–
তুমি কাউকে দেবে না ভাগ।
তুমি মানুষ দেখলে
অন্য স্রোত হয়ে ভেসে যাচ্ছো অন্য দিকে।
এসব কথা শুনে আমি চুপ থাকতে পারি না,
মনের মধ্যে ধিক ধিক করে বেজে ওঠে
তোমার নামের পঞ্জিকা।
যার দুচোখে দেখেছিলাম ব্যাকুলতা,
উদ্যমতার আলো ঝর্ণা।
এখন  পোশাক পরিবর্তন করে ট্রেন চাপতে চাইছো।
ইস কেন, কেন নিভন্ত ল্যাম্পপোস্ট গুলো জ্বলতে চাইছো বুকে?


তোমার কবিতা শোনার অসুখ বুঝি কেটে গেছে,
তোমার ভালোলাগার সাবুদানা গুলো বুঝি মুখ ফিরিয়ে দুলছে।
নিজেকে গুটিয়ে নেবার জন্য জানালা দরজা সব করেছে বন্ধ।
তোমার এখন অন্ধকার,
নিঃসঙ্গ ভীষণ প্রিয়,
অথচ আমার হৃৎপিণ্ডে
তোমার একটা উজ্জ্বল 'তুমি' আছে সেটা বুঝি অপ্রিয়।
কবিতা খোঁজার নামে আবারো আমাকে একদিন খুঁজো,
না হলে বর্তমান অতীত কাটানো দিনগুলো সুন্দর করে লিখে দেবো ছিল মিথ্যা  সুনামি।


রচনা–বিপ্লব দাস
তাং–১১/০৩/২০২৩