নীল আকাশের পাড়ে
            বিপ্লব দাস


নীল আকাশের পাড়ে দাঁড়িয়ে আছি দুজনের হাত ধরে,
ভেঙেপড়া দিনগুলির কথা মনে পড়ে।
আসবে কবে সেই দিনগুলি, আবার দুজনের মাঝখানে,
হারিয়ে যাবো সেদিন দুজন মধুর সুরে গানে।।


মিষ্টি কথা বলো তুমি লাগে আমার প্রাণে,
মনের কথা বলবো তোমায় মিষ্টি কথার গানে।
ভাবি আমি অনেক কিছু মনেই বড় আশা,
জীবন তবে খুবই ছোট্ট যেন বাবুই পাখির বাসা।।


চলতে গিয়ে পথের মাঝে ছাড়বো নাকো হাত,
বন্ধু অনেক বাঁধা আসবে তবে মানবো না  জাতপাত।
কোন অজানায় ভেসে বেড়ায় মন?
বন্ধু তোমার কথা ভাবি সারাক্ষণ।।


আছি আমরা সবার মাঝে থাকবো মিলেমিশে,
আমরা সবাই বন্ধু হয়ে থাকবো ভারতমাতার দেশে।
রবীন্দ্রনাথ বিশ্বকবি মনে পড়ে খুবই,
আকাশ পানে চেয়ে দেখি যেন স্বপ্নে আঁকা ছবি।।


বন্দিশালা হয়ে খেলতাম তোমাকে নিয়ে,
দেওয়াল ভাঙ্গা ঐ ছোট্ট খেলা ঘরে–
ক্লান্ত হয়ে বসে ভাবি তোমাকে নিয়ে,
শুধু তোমার মন ভরা ভালোবাসার কথা মনে পড়ে।।


আনন্দের বিস্তার করে রেখেছিলে মনে,
একদিন তোমাকে নিয়ে ভাসবো নীল আকাশের পাড়ে।।