-নবজন্ম
                 বিপ্লব দাস


পৃথিবীর যদি অন্য কোনো প্রান্ত থাকে দিয়ে দেবো,
নিজেকে বিলীন করে তোমায়-
কারণ, তুমি ছাড়া আমি গতিহীন নদী।
আলো আসে অধিকতর,তবু মৃত জলের নিচে আমি
শত বছর ধরে পেরোইনি একটি রেখা।
না - না আমি চাই না -
                    চাই না আমি
তুমিও দূষণগ্ৰস্ত চক্রে
দুষ্কৃীয়া জঞ্জালে এক তিল্ আঁচ পাও।
"মেনে নেওয়া সত্য ,যেভাবে সপ্ত মন্ডলী আকাশে স্থায়ী"
আমার কথা গুলোর পাবে না  একবিন্দু ত্রুটি।


শুধু নবজন্মের সূচনা চাই,
সেই পৃথিবীর নিষ্পাপ আলো , দুষণহীন বায়ু-
ফুলে ফুলে সুবাসিত দুটি    সৌরভ মন
আমি ছাড়া, তুমি'র হবে -
আগামী দিনের রঙিন পিরামিড।
          
                      রচনা– বিপ্লব দাস
                  ১৬ মার্চ ২০১৮
             রাত ৯টা৫৫
             ----------