নৈবেদ্য
     বিপ্লব দাস


যারা বাঙলা ভাষার মধ্যিখানে
ইংরেজী শব্দ ঢুকিয়ে বাঙলা
ভাষার মিষ্টতা হারায়,
তাদের আমি  বাঙালি বলতে দ্বিধাবোধ করি।
প্রতি মুহূর্ত আমায় ভাবিয়ে  তোলে কোথায় মিশতে চাইছে আমাদের অস্তিত্ব।
আজও আমি আ– কার , উ–কার উপমা শিখি,
যেখানে স্বর্গীয় রক্তাক্ষর ঘ্রাণ খুঁজে পাই।
যতদূর চোখ যায়, ততদূর আমার শব্দের  নৈবেদ্য
আকাশ ভরা।
একুশের একুশটি ফুল  ফুটুক দৈববাণী স্বরূপ আমাদের জীবনে।
গৃহস্থলী থেকে হাট, বাজার সবখানে মাতৃভাষায় কথা বলি,
আমি আমার মাতৃভাষা ভালোবাসি।।