পাপোস
  বিপ্লব দাস


আজ আমাদের  দেশ প্রতিবন্ধী,
অন্ধ ও বোবা লোকের ন্যায়
স্বার্থহীন হিতৈষী আঙ্গুল নেই কারো
হিল্লোল অন্ধকারে হৃদ্যহীন হর্ষ
নব জীবনের পথ অন্ধকারে অদৃশ্য।
অন্তরঙ্গে মুষ্ট্যাঘাত তবুও স্ফুটনাঙ্ক আকাঙ্ক্ষা
স্বপ্নময় স্বচ্ছ পৃথিবীতে কি আছে বাকি  অনুভব ছাড়া?
এদেশে দশ এর কাছে যেভাবে নারী হচ্ছে শোষিত–ধর্ষিত
শত– শত নারী অন্যদেশের  হয়ে উঠেছে ভোগ বিলাসী পাত্রী।
              সু মর্যাদা নেই–
নেই মত প্রকাশের স্বাধীন বিধিবদ্ধতা
ন্যায় বিচারের পরিকাঠামো হয়েছে ভগ্ন।
স্বামী বিবেকানন্দ ও রামমোহন বলেছিলেন–
নারীকে সুশিক্ষায় শিক্ষিত করো
তাদের চেষ্টাও আজ যেন ব্যর্থ।
নারী হয়েছে আজও অক্ষম–
এ সমাজের কাছে নারী হয়েছে আজ পাপোস।
উন্নতির আশা হয়েছে আজ বন্ধ।
বিশুদ্ধ আম্লজান নেই এদেশে
সৎ মনোভাবের উদ্যম নেই নাগরিকের
আছে শুধু দাঙ্গা, হাঙ্গামা ,ঠগ ,প্রতারকের জলসাঘর।
যেদিন সম্পূর্ণরূপে নারী হবে জ্ঞানের আলোয় আলোকিত,
সেদিন প্রিয়তম ভারত হবে উন্নতের মধ্যে উন্নত।


                                 রচনা– বিপ্লব দাস
                 ২৭ আগস্ট ২০১৭( রবিবার)