পারবে কি?
বিপ্লব দাস


আঁধারে রবিকর নিরুদ্দেশ।
অবশিষ্ট রেখে যায় রশ্মি তারা ও চাঁদের গায়ে–
অবশিষ্টকেই নিয়ে জীবন আমার,
উত্তপ্ত রণক্ষেত্রে।
রসনার প্রতিবাদ শিহরণ  গাঢ়
রাজ প্রাসাদ ভাঙ্গার মত  সাহস উদ্বেগ
শিরা-উপশিরায় উড়ন্ত ঢেউ ঝাঁকে ঝাঁকে,
জলাশয়ের দক্ষ মাছেদের
আজ তাদের উগ্র রক্ত মাখা চোখের তীরে।


সদালাপী ঘনিষ্ঠ রহস্য জাগে না মনে,
বন্দী করেছে কখন আমায় শিকল-বাঁধা ফাঁদে।
কখন বাজির ছোবলে হার মানায় আমায়
অবশিষ্টটুকু ও নেয় কে ড়ে
অঙ্গচ্ছেদ করতে করতে।
মৃত শিমুল গাছের মতো দাঁড়িয়ে থাকি ফল ফুল বিহীন শূন্য হাতে।


কবরের সাড়ে তিন হাত মাটির নিচে।


আঁধার ই আজ চমৎকার আমার জীবনে
দক্ষতার পান্ডুলিপি আছে কি দক্ষ মাছেদের?
শরবিদ্ধ পারবে কি করতে আমায় আঁধারে এসে?


          রচনা– বিপ্লব দাস
       ১৭ জানুয়ারি ২০১৮