"পাতাটা খুলে দেখো প্রিয়"
                  বিপ্লব দাস


সবুজ কালি দিয়ে কখনও লিখিনি একটিও,
কবিতার চরণ।
সবুজ প্রত্যয়ের ব্যাকুলতায়,তুমি দিয়েই আজ রঙ বদল।
আমার মনের দৃশ্যমান যাত্রীরা–
নীলে, নীল ফুলে ফুটে উঠেছে।
সাদা পৃষ্ঠার আকাশে নীল বিষ ঢেলে দিয়েছি অজস্রবার।


রাত নামার রাত্রিগন্ধে, নিবিড়ভাবে হেঁটে লুকিয়ে যায়–
     পলকহীন ভাবনার  আচ্ছন্নে।
তুমিও গুঁটি গুঁটি পায়ে হেঁটে আসতে নিশিবিভা নিয়ে।


বেদনাদের ফুটপাতে রেখে আসতে তোমার মায়া হয়।
আমারও গভীর বেদনা,তোমার আঁখি শিশিরের আড়ষ্টতায়,
ডুবে যায় বুকের গাঢ় শান্তিতে।


বাতাস মরে আর দাড়াঁয়নি।
তুমি হারিয়ে গেছো প্রিয় মানুষ  
খোঁজা মিছিলে।
জ্বর হলে যে কবিতা ঠোঁট থেকে তুলে এনেছে উষ্ণতা
দিয়েছে মানসিক শুশ্রূষা।
আজ কবিতা বালিকার গলা টিপে ধরো না,
তার খুব শ্বাস কষ্ট হয়।


যদি কখনো আমার আবেগ, অনুভূতি পৌঁছে যায়
তোমার শহরে শহরে–
প্লিজ পাতাটা খুলে দেখো প্রিয়,
প্লিজ নরম হতে শক্ত করো ধরো।
আজও তারা নীল কুজ্ঝটিকা হয়ে ঝরে,
প্লিজ পাতাটা খুলে দেখো প্রিয়,
প্লিজ...


সেখানেই আছে আমার ক্ষতবিতান।


রচনা–বিপ্লব দাস
তাং–২৯/১২/২০২১