"পায়ের শব্দ"
      বিপ্লব দাস


পায়ের শব্দ না করে কতদিন লুকিয়ে রাখবো আড়ালে,
রোদের আলো যখন পরেছিল সজিনা গাছের ফুলে।
ঠোঁটের ওপর দুঃখী বীজ বুনতে বুনতে
   ভুলে গেছি জীবন ব্যাকরণ।


আর কত দিন কষ্ট গিরিখাত ঠোঁট চেপে রাখব?
এই  গোগ্রাসে তীর্থযাত্রায়।


লজ্জা লুকিয়ে রেখো প্রিয়া শাড়ির আঁচলে।
এমন অপ্রস্তুত অভিবাদন দাও একটিবার
       সুসজ্জিত অবসাদ  হোক ধ্বংস।
কলঙ্ক চাঁদ চুরি হোক, তোমার হৃদয়ে।
আজ গাছ কলমের সমস্ত অলিখিত অভিযোগ,
          ভিজুক  জ্যোৎস্না আলোতে।
প্রেম প্রেম লাইনচ্যুত অসুখ নিবিড় ভাবে ছড়িয়ে যাক
       প্রতিটি পরিত্যক্ত হৃদয়ে।
প্রেম লুকোনোর রসালো ফল নয়,
       জলের মতো ভেসে যায়
জলফড়িং ও উড়ে যায় প্রেম তৃষ্ণায়।
প্রেম লুকানো ভীষন পাপ
    যার এ জনমে পোড়া কপাল
           এক অপবিত্র দর্শন।
আমার হৃদয়ে ধারণ করি, এই অসুখ দাবানল
বারংবার জ্বলে ওঠে বিকশিত আগুন
তবু পাইনি তার সুমিষ্ট গন্ধ।


সত্যিই আমার হৃদয়ে তোমার বাসযোগ্য!


তোমার যা ভালোলাগা, যা পছন্দ
নিরানব্বইটি ফুলের তীব্র গন্ধ
       গোধূলি রাত্রে করতো লুকোচুরি।
ডায়রীর ভাঁজে  আজ তাদের সমাধী।


তোমার রেশমি ছাউনী,
   ছায়ার মত স্বর্গীয় স্বাদ
পাইনি  সে সুতোর কিনারা।
তবুও ব্যর্থ ঝিনুকের মত খুঁজেছি
             একটি সুখ সাগর
পাইনি আজও।
আমি তোমার শুধু প্রয়োজনের প্রণয়।
তারই জন্যই এত কষ্ট, এত নষ্ট
বিরহ বাতাস সুরে সুরে।
জানি একদিন ভালোবাসা ভরিয়ে দেবে কূলে কূলে,
প্রিয়া তুমি  কষ্ট পেলে।


পায়ের শব্দ না করে কতদিন লুকিয়ে রাখবো আড়ালে,
তুমি তো আমার ঔষধী তবুও গেলে ভুলে,
জীবনভর কাটুক প্রভাত আমারই মায়াজালে।


রচনা–বিপ্লব দাস
৬মে ২০১৯
সকাল ৯টা ২৭