পিপাসা
     বিপ্লব দাস


দগ্ধ প্রেমের মধু আজ ছাইভস্ম–
তবুও নিপুন হস্তে করেছিলাম কারিগরি
তার চেয়ে দেখা, কথা বলা ছিল কামুকি ভূমিকা,
আমি তো তার গভীর শিরা উপশিরায় যেতে চাইনি
এইজন্যই কিছুদিনের মধ্যে তার ভূমিকা বদলায়।


বেড়াজাল দিয়ে নিজের পিপাসাকে আটকানো এটাই আসল স্বাদ–
মধু খেয়ে নিলেই তার  পরিশেষ ভূমিকা,
নিঃশব্দে দেহ থেকে নেবে আমার ত্যাগ।
সেসব প্রেম নয়, বিন্দুমাত্র প্রেম নয়
সে  সব দেহ মেটানো জ্বালা,
যদি বা প্রেম হতই সত্য
সবাই মন ছুঁয়েই  তবেই শরীর ছুঁতো
কামুকি ভাবনা জাগতো না মনে।


তবু প্রেম ছাড়া কে বা  বাঁচে?
কেউ কর্মের প্রেমে, কেউ মাঠের প্রেমে,
কেউবা নারীর প্রেমে,
কবিরাও প্রেমে পড়ে,
প্রত্যেকটা মানুষ প্রেম পিপাসু।
যে মানুষের মনে প্রেম নেই, সেসব মানুষ নয়।


মন থাকবে, প্রেম থাকবে
তার-আলোর স্বাদটুকু জীবনে চিরন্তন।


রচনা–বিপ্লব দাস
২৩ আগস্ট আগস্ট ২০১৭