" পদ্য অভিধানে"


তুমি যদি সবুজ করে রাখ আমার জীবনাবৃত্ত,
ডুবে যাও যদি পদ্ম ফুলের মালা নিয়ে অতল গভীরে,
খুলে দাও যদি দীর্ঘদিনের মরিচাধরা হৃদয় দরজা,
যদি ভালো করে ভালবাসার ফারাক আর না থাকে,
এক নিশ্বাসের, এক বিশ্বাসের পুরো গোধূলি বিকেল তোমার।


সমস্ত সুরেই যদি নির্দেশ দেয় আমি বাড়িটা শুধুই তোমার,
তবে আমি হারাবো না, কোথাও কখনো...
আমি হারিয়েও, ফুরিয়েও থেকে যাব তোমার পদ্য অভিধানে।


রচনা–বিপ্লব দাস
তাং–৬/০১/২০২৪