পশুতে পরিণত
    বিপ্লব দাস


বিষ খেতে– খেতে কখন হয়েছি বিষধর সাপ,
বুঝেও নিজেকে ভেবেছি ঠিক।
রাতদিন কড়মড় করে চিবানো মানুষগুলো,
করেনি আমায় সূক্ষ্ম অনুসন্ধান।
রাখেনি হাতের ওপর হাত,
লভ্যাংশের থেকে  পুনরলাভের মত্ততা
সর্বদা মনোনয়ন শুধু নিজেকে করা, শুধু নিজেকেই করা।


হিজিবিজি যন্ত্রণায় পূর্ণাঙ্গ জীবন আর হলো না.....


আঁধারের গায়ে মজ্জাগত প্রশ্ন,
পদ্মপাতায় একফোঁটা জল
পিছলে যেমন জল এসেই পড়ে
তেমনভাবেই আমিও নিশ্চিহ্ন একফোঁটা জল।


বারংবার মতিভ্রংশে বিষের জ্বালায়,
কখন হয়েছি মনহীন, মায়াহীন, দৃষ্টিহীন জীবন–
হিংস্র পশুতে হয়েছি আজ পরিণত।।


রচনা– বিপ্লব দাস
২৯ জানুয়ারি ২০১৮
সকাল৯টা২২
প্রকাশ– মুক্তি সাহিত্য পত্রিকা