পতিদেব
                   বিপ্লব দাস


শুকনো ছাইমাখা নীরস মনটা
চেয়েছিল ভালোবাসা-
একটা নিষ্পাপ স্পর্শ।
শুধু চতুর্দিকে ছিল নিষ্ফল নিশানা,
সাদা মেঘে উড়ে যায় কাকের মেলা
রোগগ্রস্ত বিছানা হয়েছে নীল নববর্ষের প্রথম পঞ্জিকায়।
নার্সিং হয়েছে নিজের বাসস্থান
অনেকের কুঁচকে ছিল ভ্রু
দিন চারকের মধ্যেই ধূলো-বালির আস্তরণ সবার পায়ে-পায়ে।
সেই ধূলো-বালি উঠেছে কখন আমার মাথায় পারিনি ঝেড়ে ফেলে দিতে।
রঙ্গমঞ্চে শুধু রঙ্গ একধাপ পা ফেলতে
নেই দূঃখ-কষ্ট পাশ্বচিত্রের,
দৃষ্টিকোণ একটি প্রিয়জনের
সে হলো মায়াময় নীরব পতিদেবের।


          রচনা– বিপ্লব দাস
         ২৫ জানুয়ারি ২০১৮