প্রত্যাশা
              বিপ্লব দাস


আজ নিজেকে মনে হচ্ছে নগণ্য–
ক্ষুদ্র থেকে অতিক্ষুদ্র,
জানিনা এ আমার পাগলামি কিনা–
কবিদের মতো লিখতে পারি না কিছু
তাদের পদচিহ্ন উচ্চ উচ্চস্তরে
                  আজ সব কিছুই স্পষ্ট।
তাদের লেখা কবিতা আগুন অক্ষরে
তারাই সর্বদা পরিতুষ্ট,
নিজের পরিচয় দিতেও লাগে কষ্ট।


চাই শুধু কবিতা তোমার থেকে পরিসমাপ্তি.........


মনের জলসা ঘরে শুধুই গ্লানি,
চাইনা  গ্লানির পাত্র হতে
নেই আমার কাব্যিক ভাব।
নগ্ন শরীরে পেয়েছি শুধুই অখুশি ' র  ছাপ
আমার ভাষা আমার ভাবনা জ্বলে পুড়ে ছাই–
পূর্ণবান লেখকদের রঙিন ছাপ পাই।
নগ্ন থাকার পিপাসা মিটেছে আমার
রোগটা বুঝতে পারিনি বিন্দুমাত্র আগে
ভেবেছিলাম এটাই আমার রঙিন পুরস্কার।


মিথ্যে কখনো থাকে না লুকিয়ে
সময় হতেই আসে প্রকাশ্যে,
মালা গেঁথে পড়ার ক্ষমতা নেই তোমায় কবিতা।
তবুও তোমাকে ছাড়তে ইচ্ছে হয় না
আমার কলমে তোমায় যে মানায় না
পারছি না তোমায় প্রতিজ্ঞা করতে
পারছি না তোমার সাথে বিন্দুমাত্র প্রতারণা করতে।


মনের কূলে কখনো প্রজ্বলিত শিখা নিভেছে
কবিতা তুমি কি বুঝতে পারোনি?
দিয়েছিলে আমায় ভুল প্রতিধ্বনি।


করতে চাইনা তোমায় হত্যা
অন্য কবির হাতে তুমিতো প্রতিমা।
এসো না আমার কাছে আর এসো না
চাইনা না দিতে তোমায় প্রত্যাশা.........


                                                         রচনা– বিপ্লব দাস
                                                      তাং–২/০৭/২০১৭