"প্রিয়+তমা"
  বিপ্লব দাস



যেসব কবিতায় প্রিয়,প্রিয় বলেছি নিরন্তর
                     তোমাকে লুকিয়ে রাখার চেষ্টায়।
আজ তুমি উড়ে যাও প্রজাপতি হয়ে।
তুমি আমার "প্রিয়+তমা",
  শুধু যোগ হয়েছে 'তমা'
    আমি তো যুগান্তর ধরে বিয়োগ।
      
শীতার্থ বাতাসে সূর্যের রোদ,
       দখিনা মুখে চেয়ে আছি তোমার জন্য।
মাঝে মাঝে গুরু গম্ভীর হওয়াদের কথায়
           বুঝে যায় তোমার ভীষন অসুখ।
তোমার উচ্চতা থেকেও বেড়ে গিয়েছে অসুখের উচ্চতা।
অসুখে তোমায় কি সুন্দর দেখায়,
অসুখ না হলে জানতেই পারতাম না প্রিয়তমা ।


এইই প্রভাত আমার  আধামরা লাশের মত।
           তোমার মিষ্টি কণ্ঠের সুর থেকে আজ আমি বঞ্চিত।
পৃথিবীও একান্তে চায় তোমায়,
          সন্ধ্যা লংগ্নে তোমার  শঙ্খধ্বনিতে সেও মোহিত হয়ে যায়।


এত সুন্দর কেন তুমি?
এই মায়বী পৃথিবী শতাব্দী ধরে কেন তুলে ধরেছো চোখের সামনে?


আমি পারি না যে  হাসতে।


তবুও তুমি জিজ্ঞেস করেছো, আমি কেমন আছি?


রচনা–বিপ্লব দাস
তাং–১৬/০১/২০২২