"রোদেলার গল্পে তুমি"
          বিপ্লব দাস


আশেপাশে কেউ নেই ।কেউ।
বৃদ্ধ রোদেলার– সঙ্গে কথা বলছি একা।
সে আজও মিষ্টি সৌরভ মাখিয়ে দেয় ধৈর্য  ধ্যানে।
আমার মনের নিসপিশানি মাছরাঙ্গা গুলো সর্বদাই
                         আমার সঙ্গে যুদ্ধরত।
যে যুদ্ধে অস্থিরভাবে কখনো আমার অস্থিরতা করোনি অন্বেষণ।


তোমার হৃদয়–জমিনের ফুল–জ্বরের বাক্যবিলাপ শোনার জন্য,
    আজীবন আমার কর্ণযুগল সজাগ থাকবে।
আমি আমার থেকেও নিপুণভাবে তোমায় ভালবাসতে পারি,
তোমার মন–পাতার সমস্ত অনুভূতির পংক্তিগুলো বুঝতে পারি।


আজ তুমি নেই , মনে হয় আলোকবর্ষ দূরে সরে গেছো।
রোদেলার বয়স অনেক...
তার সঙ্গে নির্বাকে তোমার অসাধারণ গল্পে ঘর সাজায়–
সে সময়ের তুমি, তুমি–ময়তার ছবি–পালক যত্নে রাখি হৃদয়ে।
ভিজে রাস্তার– নিখোঁজ বুদ্ধের ছবি কুড়িয়ে ,
                বুকে জড়িয়ে
       বললেম–হে বুদ্ধ
আমার আয়ু,  পরম আয়ুতে  ছড়িয়ে দিও প্রিয় মানুষের মাধুকরী ঝুলিতে।
তার ঠোঁটে আমার পৃথিবীর দিন রাত্রি মেখে রেখো।
এভাবে এমন কত শত  প্রশ্নাতীত শূন্যতার বিকেল বটের ঝুড়িতে নেমে আসে গোধূলি আত্রেয়ীর বুকে।
আমার মনের দুঃখ ধ্বনি মনেই ভেঙে যায়।
তবু... তোমার তালুতে কলঙ্ক গোলাপ তিল আজও
      সহজিয়া মমতায় পারিনি সরাতে।


তুমি তাই মিষ্টি নয়, মধুরতর–
তুমি  ঐশ্বর্যের, বৈভবের, সৌন্দর্যের রানী।


রচনা–বিপ্লব দাস
২৯ অক্টোবর ২০২১