"রোজনামচা সময়"
         বিপ্লব দাস


জানি না  রৌদ্রলীনা তুমি কি করছ?
তবু বুকের মধ্যে তোমায় খুব যতনে  পুষে রাখি,
না হারাও যেন সময়ের অব্যক্ত হিংস্রতার ভয়ে।
হতে পারে  দুধে আলতা রঙের শাড়িটা পড়ে আছো,
বা সালোয়ার কামিজ,
বটিতে মাছ কাটছো,
রান্না করতে করতে হয়তো
জানলা দিয়ে একগাল হেসে পাশের বাড়ির লোককের সঙ্গে কথা বলছো।


হয়তো ছুঁয়ে দিয়েছে তোমার হাত,
কেউ দেখছে নিবিড় ভাবে,
হয়তো ফুল তোলার অজুহাতে প্রাণ ভরে দেখছো আকাশ।


      


ফোনের ও প্রান্ত থেকে যখন শুনতে পাই
টুংটাং চুড়ি বা দীর্ঘ নিঃশ্বাসের
শব্দ শুনেই বুঝে যায়,
তুমি আমায় চাইছো খুব করে,
যেন সন্ধ্যা নামা অসুখ নেমেছে তোমার কন্ঠনালীতে।
তবু ঝড় ওঠে দম বন্ধ প্রাণে,
কেউ কারো কাছে নেই,
তবু বাঁচি পাশে থাকার
আকাশছোঁয়া লোভে,
সত্যি অবলীলায় এক বিন্দু মায়ার তিল নিয়ে কাটাচ্ছি রোজনামচা সময় খুব
সোহাগে।
তোমার তুলে রাখা মায়া নিয়েই যে কাটাবো জীবন, জীবনকাল।


রচনা–বিপ্লব দাস
তাং–৪/০৩/২০২৩