"রসদ"
  বিপ্লব দাস


আমিও বলতে পারতাম
তবে বলতে না পারার জন্য বহুদিন,
  যত্ন করে হৃদয়
মাটির মত উর্বর করেছি।
সেই জন্য তোমাদের সেসব রাগান্বিত, বাজে, নষ্ট ভ্রষ্ট, অন্যকে দেখানো বিষক্ষর বীজ  অনায়াসে আমার  হৃদয়ে নিতে পারি।
অসুবিধার কোনো মাতৃবলি ফুটে ওঠেনা মুখে।
হৃদয়ে জমিয়ে রাখতে পারি সেসব ফেরৎযোগ্যহীন আগুন কথাবৃত্ত।


ঝুলে থাকা মাকাল ফলের মত
শহরের বুকে মানুষের দল।


এখানে নরম হৃদয় খুঁজতে গিয়ে পেয়েছি , জ্বলন্ত অগ্নিকুণ্ড।
এই শহর কোনোদিন আত্মিক  কোলাহলে, স্নিগ্ধতা ছড়াবে না।
এ শহর আমার প্রিয় না...


বুঝে নিও, কবিতার যজ্ঞাকুন্ডে পুড়িয়ে
ধোঁয়া করে উড়িয়ে দেব, তোমাদের লবণাক্ত লালসা।
তোমাদের স্মৃতিস্তম্ভে নিবিড় স্যাঁতস্যাঁতে হয়ে যাব,
এমন ভেবে মিছিমিছি শান্তি পেয়ো।
যারা আমায় দুর্বল ভেবে বারংবার চুরমার করতে চেয়েছে,
তাদের কাছেও আমার বার্তাটা পৌঁছে যাক তারাও আজীবন থাকবে নিষ্ফল।


যে বা যারা সম্মান নেবার মানচিত্র খুঁইয়ে বসে থাকে,
তাদের হৃদয়হীন মানুষ বলি।
সেসব মানুষের জন্ম– মৃত্যু একটা কবিতা লেখার মত আমার কাছে।


যে আমিই মানুষের খারাপ কথার বাণে বড্ড কঁকুড়ে থাকতাম,
সে আমিই আজ সেসব মানুষের কথাবাণে বেঁচে থাকার রসদ খুঁজে পাই।


রচনা–বিপ্লব দাস
তাং–১৪/০৩/২০২৩