সম্মোধন
             বিপ্লব দাস


সম্পর্কের  সুমিষ্টতর ডাকটা
সমাজ থেকে গেছে আজ উঠে।
নিবিড় ভালোবাসার মুখোমুখি আজ
জন্মের পরে দেওয়া নামেরই ডাক
ছেলে মেয়ের নাম ধরে গুরুজনদের ডাকা।
হৃদয়ের মাঝখানে করবী পিরামিড
মিষ্টির কালপ্রবাহ ঢেউ আজ অচল
শিক্ষার সঠিক ঘন্টা বাজে না আর,
অচল হচ্ছে শিক্ষা, সচল হচ্ছে মস্তানি, গুন্ডা আখড়ায়
কালচিটা দাগে  কারাদণ্ড হচ্ছে আপন ঠিকানায়।
উঠে গেছে 'তুমি' ডাক– জন্মদাতা পিতা-মাতাকেও
এসে দাঁড়িয়েছে তুই-তুকারি পদে
                             হয়তো এরপর এই নামে।


তবুও প্রীয়জন স্বস্তির তারা গুনে রাতের আকাশে।
এইভাবে প্রাণঘাতী বিষ ছড়াচ্ছে সমাজদরবারে–
পৃথিবীর বুকে রক্ত শোষিত ভারত
টালমাটাল কালা মুখে শিরচ্ছেদ করার জন্য
                            ধরতে পারছে না কাস্তে।
সময়ের সঙ্গে শত শত জন্ম  বোধহীন মানুষের।
মুখ তুলে কিলবিল হাসি তাদেরই মুখে
শিয়ালের মত ওৎ পেতে থাকে–
সুযোগের অপেক্ষা নামকে ডাকাডাকি অশ্লীল নামে।


প্রতিবাদের মুখ তুলতেই,                                                                                  
   তখন বলে নামটা দিইনি আমি                                                                            
   দিয়েছে তোমার পরিবার।
                          
                        রচনা– বিপ্লব দাস
                   তাং–২৪.১২.১৭( রাত ১১ টা ৪৫)