"সে আমার প্রিয় অসুখ "
          বিপ্লব দাস


কোনদিন আমি তার হাতের রেখাগুলি দেখিনি।
আমার পোড়া কপাল,
কেটেছে ঈশ্বরের অভিশাপে।
যে  ক্ষণিক ঔজ্জ্বল্য দিনগুলি পালকের মতো উড়ে ছিল
মুখ ফুটে বলতে পারিনি এই  অব্যক্ত  পংক্তিটি–
"দাওনা তোমার হাতটা প্রিয়তমা, ধরি একটিবার"।


সুযোগের সংখ্যাটাও কম ছিল না, তবে ওই যে বললাম আমার পোড়া কপাল।


তার ঢোক গিলে গিলে কথাতেই মোহিত হয়ে গিয়েছিলাম.....
পেয়েছিলাম অনাবিল প্রশান্তি,
কবিদের মতো পাগল 'বাসা' ছাড়া গাংচিল।
অতীতের সেই পুরনো দিনের সাক্ষী নীল আকাশ, নীল প্রজাপতি,
কৃষ্ণচূড়ার ফুল, নিম গাছ, ভালোবাসার চিহ্ন আঁকানো সেই শেষের বেঞ্চ,
গুটিকয়েক ছেঁড়াফাটা তামাটে  হৃদয় স্পর্শী চিঠি।।


ও হাত ছুঁয়েছে– দুধ ভাত, শিশির ভেজা ঘাস, মায়ের নরম গাল, বাবার হাত, বই, কাটা গোলাপ, বসন্তের আবীর, মেহেদী, নেলপলিশ, নিজের আঁখি অশ্রু, বৃষ্টি,
রোদ্দুর আলো, সুরেলা বাতাস, অন্যদের দুঃখ, বেদনা ইত্যাদি ইত্যাদি.............


আমার  দুঃখী হাত লিখেছে দুঃখের ডায়েরি,
                     কোনদিন দেখবে না খুলে
দেখবে না একটিও মায়াময় অশ্রু  ভেজানো পাতা,
     এই হাতটা না ছোঁয়ার খিদেতে আক্রান্ত,
তবুও মনে উপভোগই উৎসব....
আজও মনে পড়ে–
সে আমার প্রিয় অসুখ,
লালিত হয় সময়–অসময়ে।।


রচনা– বিপ্লব দাস
২৪মে২০২১
সন্ধ্যা৭টা১৭