সেই শৈশব
            বিপ্লব দাস

জীবনে নেই সঙ্গী
নেই সঙ্গে গোধূলির বেলা,
ভুলে গেছি সেই শৈশবের খেলা।
স্নেহময়ী মায়ের হাতে দুধে অন্ন মাখা মুখে
আজও মনে পড়ে তাঁরই ঘুম পাড়ানি - সুরে
চলমান জীবন পারেনা চলতে.....
আজ জেগেছে মনে দুরন্ত আশা
অনুভব করি, তবে মুখেতে নেই কোন ভাষা।
নিজেকে লাগে বড়ই একা
কিছুই করবার নেই ক্ষমতা,
জীবন পথে ছুটতে ছুটতে হয়েছে দিশাহারা।
আজ আমার স্নেহ ভালোবাসা কেড়ে নিলে কারা?
আমি জানি না
মা- গো-  মা
তুমি ছাড়া কেউ বোঝেনা।

যন্ত্রণাময় হৃদয় মাগো
তোমার আঁচল তলে
মন শুধুই শান্তি পায়
তোমার স্পর্শ পেলে।।

       রচনা - বিপ্লব দাস
     কাব্যগ্রন্থ– '  স্বপ্ন '(২০১৭)