"শেষ স্টেশন আনন্দপুর"
             বিপ্লব দাস


আমার জীবনের ভেতরে শুধু –
এখন সুখ রঙের আঁকি-বুকি রেখা।
আঁধারে নেই কোন নির্জনতা বুক ব্যথা কিংবা অচেনা সংবাদ।
আছে শুধু মন মগজে পদ্ম ফোটা তেজস্বী স্বপ্ন দেখার উল্লাস।
এই কোলাহল শহরে দেয়ালে লিখে দেবো কাব্যের বিজ্ঞপ্তি,
কারণ, 'আমার 'নামক
আমার পেয়েছি অবিশ্বাস্য মানবজীবন
একটিই....
নিজের মত করে নিজের দিন কাটাকুটি করি।
তা হারানোর থেকে নিজের পছন্দমত জীবন খরচ করা ভালো।


ভুল মানুষের জন্য মায়া পুষে পুষে,
ভীষণভাবে সুখগুলো পাথরের মত কংক্রিট হয়ে যায়।


তাই, প্রতিদিন আমার রক্তে
বসন্ত ফুল ফুটুক,
একটা কাকের থেকে শিখে যেতে
চাই কিভাবে আবর্জনা পরিষ্কার করতে হয়,
মারাত্মক নীল শাড়ির আকর্ষণ থেকে কিভাবে আলোকমালার পথে হাঁটতে হয়,
তা ক্ষণে ক্ষণে লিপিবদ্ধ করছি নিজস্ব মেঘের খামে।
একদিন সব এই মন খারাপের পান্ডুলিপি ছিঁড়ে ছুঁড়ে  
সাদা আকাশে নিখোঁজ হবো ,
ভালোবাসার কয়েকটি শুভ্র টিপ পরিয়ে দেবো প্রিয়তম সময়ের কপালে ,
যা একান্তই নিজের ছিল ।


আর চাই না...
চাইনা আর অপ্রাপ্তির সংকলন,
বিষাদ সরোবরে স্নান,
কিংবা দীর্ঘ নিঃশ্বাস শেষে ঢোক গেলা না পাওয়ার গল্প।


সমস্ত মনের দরজা খুললেই দেখা যাবে লাস্যময়ী চাঁদ উঠে আছে,
যেখানে একটা সবুজ অরণ্য এঁকে  দেবে চিবুকে আদর ,
যেখানে নির্জন ফুলবাগিচা বলে দেবে "জীবন সুগন্ধময়" ,
যেখানে একটা নদীর গল্প থাকবে ,
যেখানে পঞ্জিকা জুড়ে থাকবে পাখিরঙের প্রেমালাপ,
রাত্রিবেলা গীতবিতান আলো ছড়াবে
ত্রিনয়ন হয়ে
অপেক্ষারত হবো সত্য সত্যতম শুধু গোধূলির জন্য,
যেখানে বিশ্বাসহীন বন্ধুমাখা বারুদ শব্দ থাকবে না।
একটা রাধা কৃষ্ণের প্রাসাদ হবে আমার অন্তরে ,
আমার নীরব, নির্বাক, নিস্তব্ধ শিরোনাম যদি ছড়িয়ে যায় শহরে
শহরে ,
তাহলে একটা লাইব্রেরী চাই,
মদের দোকান ধ্বংস করে,
সেই প্রিয়তমা বই ঘরে বই  পোকা হবো শুধু আমি ই।


আর কোন মানুষ পাখির ছায়াতে মিশে
মায়া পাখি হতে চাই না,
ক্লান্ত হতে চাই না...
কারণ, মানুষের মন জুড়ে স্বার্থপরতার আগুন।
এই উইপোকা গুলোর কামড়ে তিক্ত নিঃশ্বাসে পাগল হয়েছি ,
খোঁজ নেবার মত হুঁশ নেই তাদের মনে,
বাজার বিক্রীত জ্যান্ত হত্যাকারের মতো একটি শব্দলীলা আছে "তুমি তো আমার প্রিয়"
"কখনো ভুলবোনা তোমায়"


বেঁচেও পুড়েছি,মরেছি, হারিয়ে গেছি –
ঠিকানাবিহীন মানব কণ্ঠস্বরে।


তাই আর চাই না আমার জন্মের ভেতরে ,
ব্যাথা ,কষ্ট ,যন্ত্রণা,
কিংবা বিনিদ্রবিষাদ,
আর মানুষকে পাওয়া নিয়ে থাকবে না তীব্র আকাঙ্ক্ষা।


মায়া,ছায়া ত্যাগ করে শুধু ছুটছি
নিজের মতো করে নিজের জীবন
নিয়ে ,
স্বর্গীয়সংকেতের দিকে
আর একদিন পেয়ে যাব জীবনের "শেষ স্টেশন আনন্দপুর"
আমায় রিসিভ করতে আসবে বিশুদ্ধ বাতাস ,
সাদা তুলো ছড়িয়ে।


রচনা–বিপ্লব দাস
তাং–২৫/0৮/২০২৩