"শিশির ঝরানো কান্না"
        বিপ্লব দাস


শিশির ঝরানো কান্না শুনেছ– বন্ধু।
আমি শুনেছি, শৈশবের কনকনে শীতে।
কলম নিবের বৈরাগ্যের কারণেই
কলমকে নিঃসঙ্গ করে নিব টপ করে পড়ে গিয়েছিল,
যখন ঘাসের মোহনায়।
লুটিয়ে পড়েছিলাম ঘাসফড়িং এর মত ঘাস শরীরে,
তখনই শুনেছি শিশিরের নিগূঢ় কান্না
মানুষের এমন কৌটা ভরা মায়া নেই।
পৃথক পৃথক গানের যেমন মাধুর্য আছে,
তেমন পৃথক পৃথক কান্নার নি:শব্দ আছে।
মানবীর বৃত্ত বিলাসিতায় মেঘ– মায়া অকেজো।


আমার 'ভালোবাসা' কাঁটাতারে জর্জরিত।


অভিমানী চায়ের পেয়ালায় পাঁচ বছর লিখিত কান্না
সে তো পুরুষেরও থাকে, কেউ তা বোঝেনা।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
তাং–২৬/১১/২০২১