সমস্যার সম্মুখীন যাত্রা
         বিপ্লব দাস


সমস্যার সম্মুখীন যাত্রায় আমি হাঁটি।
আজও হেঁটে চলেছি কাঁটাওয়ালা সড়কে
কারো সমস্যা না হয় যেন সাজে প্রদীপ জ্বালাতে
দুপুরে শুধু না ফুটাতে হয় যেন জল হাঁড়িতে।


আমি প্রস্তুতি নিচ্ছি– তোমাদের সমস্যার  জ্যামিতিক ঘা
তুলে নেব বুক পাঁজরে।
আষ্টেপিষ্টে সমস্যা লেগেছে তোমাদের জীবনযাত্রায়।
আগুনের মত ছুটে আসছে পেছনে পেছনে
শঙ্খঘন্টা বাজে না, জং গ্রস্ত হৃদয়ে।
জানি তোমাদের পাদুকা চলে না ভরদুপুরে।


তোমাদের  ভ্রু কুচকানো আঁকাবাঁকা মায়া ঢেউ –
কে আঁকবে ছবি?
সমস্যা তো বোঝেনা কবির কবি।


নাঁড়ি উঠে আসা বেদনা, উসখুস করে কন্ঠনালীকায়
জানি পথপ্রদর্শকও পথও হারায়।
তবুও ধরিত্রী ঘুমায় তোমাদের সমস্যা নেই
মাঝি নেই পৌঁছাবে কোন  গন্তব্যস্থলে?
চাঁদ উঠতে ভয় পায় জ্বর মানব জলাশয়ে।


আমি ঘোলাজলের ময়লা পঙ্ক , তোমরা ফুটন্ত পঙ্কজ
সমস্যার সম্মুখীন হলে খুজে নিও আমারে।
শুকনো পাতার মতো  মরমরিয়া ধ্বনি পাবে তখন।


বাকিটা নেবে সমস্যা  সমস্যাহীন প্রভাত সম্মুখীন যাত্রায়,
তার আগে দিয়ে যেও সমস্যা বিরহ  আমারে পড়ন্ত বেলায়।


রচনা–বিপ্লব দাস
৮ মে২০১৯