সৃষ্টি গর্ভ
বিপ্লব দাস


'মা ' তুমিই  পৃথিবীর সৃষ্টির দীর্ঘসূত্রী–
যে সূত্রে হাজারো দেশলাই কাঠি জ্বলেছিল
তোমার গর্ভে;
দিবালোকে আজ তারা মৃত তবুও দীপ্তিমান দীর্ঘ জীবন ধরে,
তাদের সৃষ্টি রেখা এক চুল ওঠেনি আজও ঝড়ে।


কোন একটি পুরুষ পায়নি অন্ধকারে,
দশ মাস, দশ দিন কালের যন্ত্রনা
তোমার মেঘলা জীবনে তুমি ধন্য
বারংবার পৃথিবীর কাছে সাক্ষ্য দাও তুমি
তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন এই একটি ই।
সে অন্ধকারেই হয়েছিল সৃষ্টি আমার পুরুষ রূপে
তার আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা আজও অজানা
দিয়েছিল সুরক্ষিত সিংহাসন অজানা পৃথিবীতে
সেই  সিংহাসনের স্থান শুধু আমারই
আমার জন্যই রেখেছিলে।


তার সঙ্গে দিয়েছিল তোমার মুখের আলো, জল, বাতাস–
আর অমরত্বের জন্য অমৃত,
আমার শরীরের অলংকার চুল থেকে নখ
দিয়েছো নিখুঁতভাবে জন্মকালে।
তবুও ভুলে যায় তোমার অসংখ্য যন্ত্রণার দিন
বাস্তবে  আঁধার সাগরে–
বাধ্য করি, তোমায় বৃদ্ধাশ্রমে।
নাড়িচ্যুত করি   পুনর্বার বিবস্ত্র  উলঙ্গে।


মিথ্যাবাদী, কাপুরুষ, লম্পটের গন্ডির মাঝেও
প্রজ্বলিত আংশিক সত্য প্রদীপ;
শেষটুকু হয়তো নিভে যাবে আঁকাবাঁকা আক্রমণে,
তবুও এত কেন জন্ম তোমার জরায়ুতে
আমার মতো পুরুষের?
    
             রচনা– বিপ্লব দাস
        ২০ জুলাই২০১৮
       বিকেল ৪ টা ৪৯ মিনিট