সুখটান বাক্স
       বিপ্লব দাস


আর কত ছোট্ট হতে বলছো?
ক্ষুদ্র থেকে অতিক্ষুদ্র ,নগণ্য।
রক্তবর্ণ জীজ্ঞাসায় পারছিনা উত্তর দিতে।
গোধূলির গলিতে লটকে থাকা কুমারী মেয়ের নিঃশ্বাস,
আধুনিক না উগ্রআধুনিকে লিখবো মহিমাময় সারাংশ।
রক্ত ঘামের ঝরঝরে বৃষ্টি সহজেই কি থেমে যাবে?
না তিনদানি কাঁচা  কথায় কিনে নেবে চামড়া  ছোলা রাজ্যপাঠ।


আমার কবিতার ভীষণ জ্বর–
থার্মোমিটারে নয়– আমার লালিত্য স্পর্শে
সারে অসুখ কুয়াশা।


কবিতা এখন নিছকই সুখটান বাক্স।


রচনা–বিপ্লব দাস
৯  অক্টোবর ২০২১