সুতারাং
    বিপ্লব দাস


রাস্তা দিয়ে যেতে যেতে মানুষগুলোকে মানুষ বলে মনে হয় না
কেমন জানি আধখাওয়া পশু পাখির মত।
এঁরা আর অন্যের দুঃখের কথা বলে না
পাশের বাড়ির এক বৃদ্ধ না খেয়ে পড়ে থাকলেও কেউ জিজ্ঞেস করেনা।
অসুস্থ হলে খোঁজখবর কেউ কাউকে নেয় না।
জোনাকি বলে মেয়েটি মিটমিট করে জ্বলতে–
সন্ধ্যেবেলায় বয়স্ক কাকুর কাছে ধর্ষিত হয়েছে
সেই পুরুষের দৃষ্টির  রুচির প্রতিবাদ  তোলে নি  এই সমাজ।
মেয়েটিকেই নষ্টা বলে উপাধি দিয়েছে।।


তাদের মনে ও মগজে সর্বদা শুধু মিটিং-মিছিল জনসভা।


তবে  আমাদের দেশের তেরঙ্গা পতাকার রং কি তাই জানে না?


সুতরাং আমি বলতেই পারি এঁরা মানুষ না
     যাদের ন্যূনতম জ্ঞান নেই মনুষ্যত্ব নেই।
তবু বৈশিষ্ট্যের জাহির ফলাও করে বলে
আমার মতো মানুষ হতে গেলে দম লাগবে
সারা জীবন হতে পারবেনা আমার মত।।


      রচনা– বিপ্লব দাস
    ২৫ এপ্রিল ২০২১
    সন্ধ্যা ৬ টা ৩৬