স্বপ্নের বাড়ি
   বিপ্লব দাস


জানি, আমাকে চিনবে না এ জগত।
অভিশাপের দ্বীপপুঞ্জে ভূষিত করতে চাই না ভালোবাসাকে।
তুমি চিনেছ তাই অঙ্কুরিত চারা গাছ গুলো  তেড়ে-ফুঁড়ে
ওঠে   উন্মাদনায়
আমার মনের সুপ্ত বাসনায় জুড়ে আছো তুমি,
সূর্য  ঝিলিক মহিমায় ।
কোন এক জীবন্ত সন্ধ্যার সুদর্শনে,
তুমি আমার শ্রেষ্ঠ প্রতিমা
করেছিলাম গগনচুম্বী দর্শন।
মনের মধ্যে আত্মহারা আলপনা
অভিমানের সুতো কেটে
ঝলমলে হাসির ফোয়ারা।
এমন ভাবে আমার আয়ু বাড়িয়ে
না-পাওয়ার দূরে কেন তুমি বীথিমালা ?
ঘুমন্ত ঘোরেও তোমার নাম ঠোঁটে ঠোঁটে  উচ্চারিত হয়।


এই  ব্যথাতুর ঘরখানা নিয়ে দমবন্ধ লাগে।


তোমার আদর জড়িত পিছুডাকে মায়াবিভা  ফুলে ফুলে ঝরে।


সে সন্ধ্যামালতীর অন্তরমহল স্মরণীয় আজও অক্ষরে অক্ষরে।
ভালোবাসো এইভাবে ভালোবাসো আমায় বিথীমালা
হ্যাঁচকা টানের শক্তিতেই
গোপনে হবে এক স্বপ্নের বাড়ি।


রচনা–বিপ্লব দাস
তাং–২৯/১২/২০২১