"থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার"
           বিপ্লব দাস


হৃদয়ে একটা পৃথিবীর জন্ম দিলাম
এই অসঙ্গতিপূর্ণ যান্ত্রিক দুনিয়ায়
হৃদয়ে পৃথিবীর জন্ম দেওয়া মানে,
বিশাল কঠিন কাজ।
এক দুঃসাহসী আশাবাদী কম্পন
নিশীথের গহনে একনিষ্ঠ তপস্যা।


তোমায় অজস্র প্রণাম।
তোমার হ্যাঁ সূচক সম্মতি পাওয়ার পর,
চক্ষুলজ্জা আড়াল করে  তরতর করে এগোতে লাগলাম–
তুষ্ট নদীর মত।


পাঁচ বছর ধরে তিল তিল করে পৃথিবীটা সাজালাম,
নিজের সমস্ত পবিত্রতম শ্রমটুকু দিয়ে।
বিশুদ্ধ অক্সিজেনের জন্য কিছু গাছ রোপণ করলাম
                সঙ্গে  একটা ফুলের আঙিনা।
স্নানের জন্য একটা ডোবা
সঙ্গে নীল আকাশ, চাঁদ, সূর্য, তারা–
কাঠের একটা দোচালা ঘর
এক ঝাঁক দেশী পাখি।
তারপর শিশির ভেজা ভেজা ঘাসে
স্বপ্নগুলো ছড়িয়ে দিলাম,
তারা খুশিতে আত্মহারা।


এই চলো, চলো তুমি  পিপাসু প্রেমিকা
সুন্দর বিশুদ্ধ পৃথিবী চেয়েছিলে,
নাও– এই নাও তোমার স্বপ্নের পৃথিবী
চলো তুমি, পৃথিবী সম্পূর্ণ তৈরি
      শুধু তোমার যাওয়ার পালা।


আমার ছায়ায় তোমার প্রবেশপথ........


আমার মুখের উপর  তোমার এলোচুল
দিকভ্রান্ত এক সুরেলা বাঁশি শুষে নেবে তোমার যন্ত্রণা
তোমার গৌর ললাটে পরিয়ে দেবো ধূলিবিন্দুর ফোঁটা।


প্রভাতের সুর্যের মত তুমি'টার হাত ধরতেই–
          ঝাটকা দিয়ে দৌড়, দৌড়, দৌড়....
আমি বলছি :এই কই যাও ,কই যাও তুমি
কোনো  উত্তর নেই  নিরুত্তর  ,তারপর নিখোঁজ।


আমার পানিতেই নতুন পৃথিবী ডুবতে লাগলো
           ধ্বংস হতে লাগলো তাসের ঘরের মত।
ততক্ষণে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার
        তার মন দেওয়াল  ফাটিয়ে
           বিষ মন্ত্র ঢেলে দিয়েছে।
হা হা হা হা হা হা হা হা............
মনে রাখা দরকার
সব থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ভালো হয় না।।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
২৩  সেপ্টেম্বর ২০২১