"তকমা"
        বিপ্লব দাস


তুমি কাউকে না কাউকে ক্ষুধার্ত রাখার জন্য, সৃজন কৌশল শিখে গেছো ।
আড়ালে রাখার ভেতরে ভেতরে বিজ্ঞপ্তি এঁকে ফেলেছ।
তোমার ভ্রমণ ঈষৎ কবুতরগুলো যথাস্থানে পৌঁছে যাক,
সবার মনে অন্ধকার মেঘ নেমে আসুক,
তাদের বোঝদার শ্রমিকটা জেগে উঠুক,
তারাও জানুক...
সেখানে ছিল না কোনদিনই প্লাবিত ফুল বিষয়ক  রঞ্জিত প্রলাপ।
কাঁধে হাত রেখে শুধু ফাঁদে ফেলার বারংবার প্রচেষ্টা।
তোমাকে নিয়ে পছন্দের তালিকা নেই হৃদয়ে।
তোমার মুখ আর মুখোশের রূপান্তর ক্রিয়া-কলাপে হৃদয় অসুস্থ।


মানেহীন যুক্তিতে হয়তো একটা কাব্যগ্রন্থ লিখে ফেলতে পারবে ,
ঈশ্বরের মৃত্তিকায় মিথ্যে কাব্য ফুলের চাষ করতে পারবে।
শ্রেষ্ঠত্বের আসন হবে আগ্নেয়গিরির লাভা,
যা কোনদিন সে আসনে বসতে পারবে না।
তোমার ললাটের শুধু দরজা থাকবে, সিঁড়ি থাকবে না।


হাতটা বাড়িয়ে ভেবেছিলাম, একটা বন্ধুত্ব পুস্তক হোক ।
যা জনস্রোতে  জাদুস্পর্শে হারিয়ে যাক।


জনপ্রিয়তার লোভে প্রিয়জনের তকমা ভুলে যাও আড়ালেই জপতে থাকো হিংসার ফুল,
কোনখানেই পাবে নারে বন্ধু  ভাবের কুল।


    রচনা–বিপ্লব দাস
তাং–২১/০৮/২০২২