তোমাকে পাবো না জেনেও
                         বিপ্লব দাস


তোমাকে পাবোনা জেনেও–
ভালোবেসে ভেসে ভেসে বেড়ায়
তোমার পথে পথে,
না পাওয়ার রাত্রি এই ভাবেই ভরুক মিথ্যে সুরভিতে।
মন কেঁদে যাবে এমন ভাবেই জীবনভর
মরিয়া হবেনা কখনো তোমার মন আকাশ,
জানি, যন্ত্রণার মলাট খুলে দেবেনা শান্তির বাতাস।


তোমাকে নিয়ে দুচোখে স্বপ্ন ময়ূর নেচে যাবে মৃত্যু পর্যন্ত।
তোমার কোনো অস্ত্র নেই আমার স্বপ্ন বাসনা কাটার,
এ আমার একান্ত ফুলউদ্যান, আছে শুধু তোমারই আহার।
তোমাকে পাবো না জেনেও অপূর্ব মহিমায়–
মহামূল্যে গুঁড়ো কবিতা এসে ধরা দেয় মনে,
শৈশবে খুচরো টাকা পাওয়ার মত সুখ আজ তোমায় আহরণে।
আমি না হয় আহত ধূলিকণার মত
বেঁচে থাকি উড়ে উড়ে,
তোমার মায়া জ্বর দাও আমায় ভরে।


তোমাকে পাবোনা জেনেও
বারংবার ইচ্ছে হয়, হারায় তোমার অজানা অরণ্যে,
তোমাকে না পাওয়ার বেদনায় যত কাঁদি, এই দিবাকর জানে।


তোমাকে পাবো না জেনেও,
তোমার আঙুল হয়ে মুছে দিতে ইচ্ছে করে  
            তোমার বেদনা মানচিত্র।


রচনা–বিপ্লব দাস
৩১জুলাই ২০২১