"উষ্ণাক্ষর পিপাসা"
           বিপ্লব দাস



যার কাছে আমি কখনই চোখে পড়িনা,
বড্ড অসহায় মনে হয় নিজেকে।
    তার পথে বুঝি আমি এক বুনো উদ্ভিদ,
জানি না সে কেন  এত নীরব?
অন্য পথের পদ্য গুলো সবটুকু তার জানা,
জলের মত স্বচ্ছ।
তবুও এক বসন্ত পেরিয়ে গেলো
       অথচ স্বাগতম পর্ব টা আজও উদয় হলো না।
      বুকফাটা উল্লাস
        আনন্দ ভরাট রেল গাড়ীটা বয়ে এলো  না এক মুহুর্ত ।


একটা দীর্ঘ নিশ্বাস, একটা আক্ষেপ নিয়ে
মনে মনে নিবিড় ফিসফাস শুধু ।
এই আমার জীবন,
এইই আমার জীবন,
চুপিসারে তোমার কবিতা পুকুরে স্নান,
মনে আমার চাপা থাকা উদার উষ্ণাক্ষর পিপাসা,
থাকুক তা সতত তোমার যাত্রা পথের দিকে ভোর রশিদ কাটা,
নিশ্চিত হারিয়ে না যাবার।


যা আছো তুমি আমার হৃদয়েই অজানা সম্পদের মত।।
তোমার হৃদয়  দরজা খুলে সাক্ষাৎ নাইবা হলো,
তুমি আমার কাছে থেকে যাবে জীবনের মধ্য পৃষ্ঠায়,
আমি হারাতেই পারি বেলা,অবেলা, কালবেলার কাছে,
কিন্তু তুমি হারাবে না আমার জীবন  ডিঙা থেকে।


রচনা–বিপ্লব দাস
তাং–২৬/০১/২০১৪