ভালো থেকো
   বিপ্লব দাস


ভালো থেকো তুমি।
কেন জানিনা বারবার "ভালো থেকো" তোমায় শুধু বলতে ইচ্ছে করে,
শুধু তোমায়।
দিন শেষে রাতে,  রাত শেষে দিনে, গোধূলি লগ্নে, নিস্তব্ধ রাতে খুব ভোরে, সর্বক্ষণ।


তুমি ভালো থাকলেই,
অগ্নিকুন্ডের বাস্তব ক্যানভাসে
আমার রাখা হাতখানি
বরফ স্তুপের মত উপশম পায়।
সে জন্যই বারবার পাতাঝরার মতো ঝরিয়ে দিয় কথাটি
কারণ...
হয়তো এই শব্দ থেকে লাবণ্য ছড়াবে না কোনদিন।
অন্ধকারে রাস্তার দিশা ভুলে যাবে।
এ তোমার ভুল নয়,তোমার জীবন দীর্ঘ নিঃশ্বাসে  অস্ত্রাঘাত।


আমারও গ্রহাণুপুঞ্জ লটকে আছে আমার গলায়।
ডুবে যাওয়ার জন্য,
শুধু এক লন্ডভন্ড রাতের প্রয়োজন।
শুধু মিথ্যে কথার আদরে শিশুমন কেঁপে কেঁপে ওঠে মধ্যরাতে।
মানুষ শুধু মনে পুষেছে জ্যান্ত স্বার্থের পাখিগুলি।


তুমি ভালো থেকো, ভালো থেকো তুমি।
দীর্ঘ রজনী ধরে চোখ ভেজা কান্না তোমার,
মুঠো ভরা ঝলমলে স্বপ্নগুলো
আঙ্গুল দিয়ে টিপে টিপে ঘড়ির টিকটিক শব্দ বন্ধ করে দিয়েছে।
সংসার মানে সঙ্গে থাকা মাত্র।
সূর্যাস্তের  পরম আভাটুকুও সেফটিপিনে আটকানো।
গরম কড়াইয়ে বন্দী তুমি।


মায়াটুকুও আটকে দিতে পারোনি পাখির পালকে।
তুমি ভালো আছো কি না কেউ কপাল ছুঁয়ে দেখেনা।


রাগে হোক, অভিমানে হোক, ভালোবেসে হোক
তোমাকে বারংবার "ভালো থেকো ভালো থেকো" বলতে ইচ্ছে করে।
আমার আলোকিত জোনাকি গুলো অভাবনীয়ভাবে
পাঠিয়ে দিয়েছি তোমার দিকে।


ভালো থেকো, ভালো থেকো তুমি...


রচনা–বিপ্লব দাস
তাং–২৫/১২/২০২১
বিকেল৪টা১৪