ভালোবাসা পেলে
    বিপ্লব দাস


ভালোবাসা পেলে ভালো মানুষ হতাম–
      একদম স্বচ্ছ  মনো বৃত্তের মানুষ।
অমানুষী  সংক্রান্ত কোনো সিঁড়ি থাকত না মনজুড়ে।


ভালোবাসার অঙ্কুরিত শাখা-প্রশাখা পুড়তে পুড়তে ছাই।
আজীবন ভালোবাসা থেকে বঞ্চিত আমি।
আমি আজ অমানুষই এ শহরে।


ভালো মানুষও হতে গেলে, টইটুম্বুর পূর্ণ ভালোবাসার মানুষ লাগে
যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় বা
জল দিয়ে জল।
এ সমাজের ভয়ানক দৃশ্য দেখে বহুদিন আগেই টের পেয়েছি।


ভালোবাসা পেলেই আমার মেরুদন্ড আরো কংক্রিট হত,
                হাজার হাজার কবিতা হত
আমি অনন্ত জীবন ধরে কবিতা লিখতাম
এই ইতিবাচক ক্ষুদ্র, নগণ্য অভিলাষ হয়তো পূরণ হবে না।


না পাওয়ার নিষিদ্ধ বারান্দায় একাকী জীবন
  কোনদিন করুন বাঁশি বেজে
        মন কাঁদবে না
         পাতারা ঝরবে না
বৃষ্টি, সাদা শিউলির মত ঝরবে না।


শহরে শহরে ভালোবাসার ভারসাম্য সুগন্ধি আহত।


ভালোবাসা পেলে ভালো মানুষ হতাম
              হুশ থাকতো
আজ আমি বেহুশ।


জানি না ভালোবাসা কি প্রাণী, তার অদ্ভুত আচরণ
তাকে ভালোবাসা দিয়ে পেট ভরানো যায় না।
সে বিচ্ছেদের রণতরী নিয়ে পরম সুখী।।


রচনা–বিপ্লব দাস
২০ সেপ্টেম্বর ২০২১