ভালোবাসার লোনা বৃষ্টি
       বিপ্লব দাস


ভালোবাসা চাও মানুষ বেশি করে চাও,
ভালোবাসা আর ভালো নেই লোনা বৃষ্টি খাও।
শুধু লোনা বৃষ্টির নাম শুনেই সহজ হতে এত দেরি,
মিনিট আগেই জীবন জীবন করে চিৎকার –
শেষে বলছো জীবন হলো চুরি।
ভালোবাসা না দিয়েই পাওয়ার খুবই আশা,
ভালোবাসাও আজ হরতাল ডেকেছে, বলো মানবী   বানালে কি বাসা?
ভালোবাসা আর ভালো নেই, তাদেরও আজ মন খারাপ,
জেনেশুনে কেউ বলো,কেউ নিতে চাই পাপ।


ভালোবাসা চাও মানুষ   স্রোতস্বিনীর মত চাও,
না হলে জীবনভর লোনা বৃষ্টি খাও।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
২২  সেপ্টেম্বর ২০২১