"ভালোবাসার গান গাই"
      বিপ্লব দাস


তোমার চোখের জ্যোতিতে নিজেকে ধারণ করেছিলাম।
পুরোপুরি স্বচ্ছ জলের মতো দেখা যায়।
যেখানে দেখেছিলাম বিরহের খরতা বেশি ছিল,
বলেছিলাম– প্রেমিকা একটু ভাগ করে নাও এই নুনে ভরা রাত।
শব্দহীনতায় তোমার আঁচলের সুগন্ধি ধুলো
কুসুম শুভেচ্ছায় ছুঁয়ে দাও।
নিজেকে প্রেমিক বলে জাহির করা পুরোনো স্মৃতি কাব্য শোনাবো না,
আমি প্রেমিক না।
আমি ভালোবাসি, ভালোবাসি তুমি কেঁদো না
তবু জানি নারী-পুরুষ উভয়েই কাঁদে
ভালোবাসা আমাদের থেকে ঊর্ধ্ব সীমানায় বাস করে।


তাকে গভীরভাবে ছুঁয়ে দিলে পালকের মতো ঝরে যায়,
ভালোবাসার চিহ্নস্বরূপ গোলাপ সেও ঝরে যায়
যেমন ভালোবাসার পাপড়ি গুলো ঝরে যায়।
তবু আমরা বেহায়ার মত দাঁড়িয়ে ভালোবাসার গান গাই ,
ভালোবাসার গান গাই।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
তাং–৭/১২/২০২১