ভগবান
                   বিপ্লব দাস


ভগবান– তুমি, কেন নিয়ে এলে এই ঐশ্বর্যের মাঝে?
   ক্ষণিক মাত্র ভূমিকা দিলে আমায় গেঁথে
     দিলে আমায় মায়াবী পরিবার,
        এ যেন লাগে আমার কাছে আঁধার কারাগার।
আগে যদি জানতাম, আসতাম না জগৎ সংসারে
    ছিন্নভিন্ন খেলছো আমাদের সাথে
       কারও বা ঘুম নেই মাঝরাতে।
               তোমার সর্বদা মুখ ভরা হাসি–
               ডুবে আছো মজার দুনিয়াতে
               নুন আর হলুদ দিয়ে মাছ ভাজার মত
                ভাজা ভাজা করছো গরম তেলে;
               এ পৃথিবী যেন  লাগে বন্দী সাজা,
             তোমার কাছে যেন এগুলো দিব্যি মজা।
বিন্দুমাত্র ভুল অভিনয় হলেই
তুলে নিচ্ছো পৃথিবী থেকে।
তোমার কোন ত্রুটি নেই তোমার ডায়েরিতে,
নিত্য জন্ম মৃত্যুর ঘন্টা অবিরাম বাজছে।


                তুমি তো এক–
       কিন্তু তোমার তুলির টানে ফুটে ওঠা
      মানুষগুলোর এরূপ পৃথক সত্তা কেন?
             কিছু সাদৃশ্য বিদ্যমান বটে–
      কিন্তু তাদের মন –প্রাণ, ভাবনা, চিন্তা
          পৃথক পৃথক চাওয়া পাওয়া
           কেউবা সন্তুষ্ট ডাল-ভাতে
          কার বা রুটি মাংস পাতে।
          কেউবা এসি ঘরে ঘুমোয়,
        কার বা নুন আনতে পান্তা ফুরায়।


চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা শেষ হবে না মনে,
ক্ষুধার খাদগুলো বন্ধ করা সম্ভব নয় এই  জীবনে।
      
                    
                                                    
                         রচনা–বিপ্লব দাস
                         তাং–৯/০৭/২০১৭ রবিবার