ভুলে যাবার দিনে
        বিপ্লব দাস


সমস্ত কিছু আমার ভুলে যাবার দিনে–
তোমার দরজায় একগুচ্ছ ফুল রেখে আসবো।
সঙ্গে একটা চিরকুট লেখা থাকবে "ধন্যবাদ"।
এমন দরজা বহুবার খেলেছো তুমি।
সেসব চেনা মানুষ বলেছে–কেমন আছো তুমি?
বা বলেছে  কেউ মন ভালো নেই জানো।
এবার যখন দরজা খুলে দেখবে–
একগুচ্ছ ফুল আর একটা চিরকুট,
কে রেখে গেল?
শত চেষ্টাতেও পারবে না মনে করতে
মায়াতে জড়ানো হাতের লেখা   অক্ষর গুলি পারবে না চিনতে।


রাতে তোমার ঘুম হবে না।
চিন্তার "চ" লকেট ঝুলে থাকবে মনে।
তবুও...
তুমি চিরতরে ভুলে গেছো।


সেদিন গুলোর পাতা  খুলে দেখলে বড্ড কষ্ট হয়,
তোমার সীমানায় লুকিয়ে থাকলে বলতে
"পাগলা আয় চলে আয়"
আর লুকোতে হবে না।
বলেছিলাম– কি করে বুঝলে তুমি?
–উদ্ধত কন্ঠে বলেছিলে–
         তোর আমার তো আত্মার টান।


সমস্ত কিছু আমার ভুলে যাবার দিনে..
তোমায় সমস্ত অশেষ গল্পচিত্র চোখের সামনে ভেসে ওঠে।
আর  তুমি তো হারিয়ে ফেলেছো জ্বল জ্বলে "তুই" টা তোমার চোখের ভিতরে।।


রচনা–বিপ্লব দাস
তাং–৪/০১/২০২২