জীবন থেকে ঝরলো আমার
যত পলাশ আর কৃষ্ণচূড়া
রঙের বাহার হলো যে ফিকে
রং খেলা আর হলো না সারা।


ভাঙ লো আধার ,ভাঙ লো ভুল
শুকালো যত ছিল তাজা ফুল ,
চোখের মায়া কাজল কায়া
খুঁজতে আমি হচ্ছি আকুল।


জ্বলছিল যে আশার প্রদীপ
ফু দিয়ে নিভিয়েছো তা তুমি
হারিয়েছি প্রেয়সী র অধিকার
শাখা -পলা নিয়েছে ভূমি।


আজও আমি যে খুঁজে চলি
তোমার দেওয়া হাফ চকলেট
আর কোনোদিন ও পাবে না
করেছো তুমি অনেক লেট।