প্রিয়তমা -
তোমাকে অনেক কিছুর দেওয়ার ছিল
কিন্তু কিছুই দেওয়া হলনা ,
মনের মধ্যে অনেক সাধ জমেও ছিল
কিন্তু সাধ্য ছিল না।


আমার অতৃপ্ত বাসনা গুলো মরে গেছে
না খেতে পেয়ে ,ছোট্ট কুঁড়ে ঘরে
উঠানে নয়নতারার গাছটা ও একদিন
হাঁফিয়ে উঠেছে , গিয়েছে পাতা ঝরে।


একা ঘুমিয়ে দেখা যায় স্বপ্ন
পূরণ করতে হয়তো বা দুজন লাগে
তোমার স্বপ্ন পুরাতে ব্যর্থ হয়েছি আমি
স্বপ্ন পুরাতে আরো কিছু লাগে।


জোনাকি এসেছিলো আমার ঘরে
কোনো এক অমাবস্যার রাতে
মাটির সরায় একমুঠো ভাত ছিল
আর কিছু ছিল না পাতে।


নিঃস্ব আমি ,তোমার গরিব স্বামী
চেয়েছি দিতে একটি দুটি তারা
তুমি চেয়েছিলে আরো বেশি কিছু
যা খুঁজতে হয়েছি দিশাহারা।


তোমায় দিতে পারতাম আমি সজনে ,
বেল ফুলের মালা
তুমি চাইতে সবচেয়ে দামী গোলাপ
শ্বেত পাথরের থালা।


এক আকাশের তলায় কেটেছিল
কিছুদিন ভিন্ন মেরুতে
তারপর যা হবার ছিল ,তাই হলো
খড় কুটো ভেসে গেল নদীর স্রোতে।


মনকে দিলাম স্বান্তনা ,বোঝালাম অনেক
করলাম কাঁদতে মানা
সবুজ মাঠ মেশে আকাশে ,শুধু ছবিতে
বাস্তবে তা কখনো সম্ভব না।