যন্ত্র দানব রয়েছে শুয়ে
পিশেছে বানর সেনা ,
ভয়ঙ্করীর পেটের নিচে
কতজন কেউ জানেনা।


রয়েছে রাজা নিরাপদে
মরল শত শত  প্রজা ,
তিলোত্তমা এই কলকাতায়
যাবে না তাদের খোঁজা।


নেই সে আর পৃথিবীতে
বাবা মা ভাই বোনের সাথে ,
বল রাজা কাদের ভুলে
যন্ত্র দানব রক্তে মাতে  ?


ঈশ্বর নাকি ক্ষুন্ন হয়েছে
তাতেই ভেঙ্গেছে ব্রিজ ,
কারিগর রা দেখেছিল সব
ওপর থেকে নিচ।


নিজেকে রাখতে মুক্ত রাজা
দুষছ অন্য রাজাকে ,
রক্তাক্ত ইতিহাস ফিরতে থাকবে
প্রতি টা মার্চ মাসে।


রাজা যাবে রাজা আসবে
উলুখাগড়ার প্রাণ নেবে ,
মৃত্যুর বিনিময়ে রাজা
এক বান্ডিল টাকা দেবে।


সব রক্ত থাকবে জমে
ইতিহাসের রক্তাক্ত পাতায় ,
কয়েকদিন পর সব ভুলে যাবে
কে পড়ে এর চিন্তায় ?


আমার মত উলুখাগড়া
হয়েছে যারা রক্তাক্ত লাশ,
ভগবান ওদের মুক্তি দিও
রাজার করে সর্বনাশ ....।