ঝরে যাওয়া ধান শিষের লোভে
ছুটে আসা নেংটি ইদুরের মত
আসছে ছুটে নাগিনীর দের দল ,
পৃথিবী থেকে ফুল ঝরাতে শত শত
বিষের থলি টুকু শুধু তাদের সম্বল ।
বিষ দাঁত দিয়ে তারা করছে ক্ষত
কথা থেকে পাচ্ছে তারা এত বল ?


এক দুই তিন চার সহস্র হাজার
এর বেশি তো দলে  ওরা নয় ,
কোটি কোটি মানুষ কেন তবে চুপ
ওহে ভিতু মানুষ পাচ্ছ কেন ভয় ?


বনের মধ্যে নির্জনেতে একা একা
ফুটেছে যে কত শত রঙিন ফুল ,
ভয় ভিত মানুষের দল ওদের দেখে
ভাঙ্গে না কি তোমারদের ভুল।


একবার ও কি ভেবেছ দেখে
কি করে বাঁচে একলা একা শামুক ,
সাগর তরঙ্গের ঢেউয়ের মাঝে
কিভাবে আগলে রেখেছে মুক্তা
নিজে মরতে ডরায় না সে কভু ,
মানুষ তোমায় দিতে একটু সুখ
বাঁচিয়ে রাখতে মুক্তা কে যুগ যুগ।

ওহে চালাক মানুষ  বোকা মানুষ
জাগবে কবে তুমি আর ,
সকালে ওঠা সূর্য টা প্রতিদিন ই
আশায়  থেকে ডুবে যায় বারবার ,
ভাবে সে প্রতিদিন ই জাগবে তুমি
পৃথিবী তে আনবে চির শান্তি
দুষ্ট দমনে তুলবে হাতে তলোয়ার।