দেখে এলাম তারে বন্ধু
দেখে এলাম তারে ,
সাত টা নদী পেরিয়ে
একটা নদীর পাড়ে।


দেখে এলাম তারে বন্ধু
দেখে এলাম তারে ,
সেই ছোট্ট গ্রাম খানি যে
বুড়ি গঙ্গার পাড়ে।


সোনার মত মুখ খানি তার
সমুদ্রের মত মন ,
দুচোখ ভরে দেখলাম তারে
মন চায় যতক্ষণ।


পলাশের লাল রং মেখে সূর্য
এসেছে পড়েছিল মুখে ,
কোথায় যেন হারিয়ে ছিলাম
অনাবিল কোন সুখে।


বসন্তের এই শুভ ক্ষণে
মিলল দুটি মন ,
দেশ কালের গন্ডি পেরিয়ে
চিরে সব বাঁধন।


আমার স্বপ্নের রাজকন্যা যে
থাকে কুঁড়ে ঘরে ,
সাত নদী পার হয়ে বন্ধু
বুড়ি গঙ্গার পাড়ে।


সূর্য যেথায় প্রতি সন্ধায়
আলো হারিয়ে যায় মরে ,
দেখে এলাম তারে বন্ধু
বুড়ি গঙ্গার পাড়ে।


সোনায় গড়া তাহার তনু
কাজলা কালো কেশ ,
ডাগর ডাগর চোখ দুটি যে
চির শান্তির দেশ।


আবার যখন আসবে বসন্ত
দেখতে যাব তারে ,
কথা দিয়ে এসেছি তারে
বুড়ি গঙ্গার পাড়ে।


দেখে এলাম তারে বন্ধু
দেখে এলাম তারে ,
সাত নদী পেরিয়ে গিয়ে
একটা নদীর পাড়ে।