আজ 'চলো পাল্টাই ' মুভি টা দেখতে দেখতে কেঁদে ফেললাম।  আসলে আমাদের ওপর যা হচ্ছে সেটা কি পরা শুনা নাকি অন্য কিছু।  এসব ভাবতে ভাবতে এই কবিতা লিখলাম , কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা পার্থী সবার কাছে।
...................................................


পিঠে তে আটসাটো একটি ব্যাগ
মাথায় বইছি কিসের ফল ,
বড় এই ব্যাগ টা জুড়ে বইয়ের গাদা
গলায় ঝোলানো জলের বোতল।


পড়ো পড়ো পড়ো আরো জোরে
নইলে যে তুমি হেরে যাবে ,
ভালো চাকরি না পেলে জীবনে
জীবন টাই যে ব্যর্থ হবে।


রেসের ঘোড়ার মত তুমিও
লাগাম মুখে নামো ময়দানে ,
পড়ার দৌড়ে না হলে প্রথম
কি হবে তোমার জীবনে।


তাই এদিক ওদিক না তাকিয়ে
ছুটে চলো সমানে ,
পড়ার নামের এই ব্যবসাতে
মুখ বুজে যাও যোগদানে।


অন্য কিছু হওয়ার তোমার
অধিকার তো নাই ,
তাহলে ব্যবসা মোদের মার খাবে
কোটি কোটি টাকা লস ভাই।


তাই প্রকিতি তোমায় যতই ডাকুক
মন দিও না অন্যখানে ,
আমরা সবাই মিলে চেষ্টা করছি
তোমাদের যাতে না মন টানে।


তাইত আমরা তোমাদের পিঠে
চাপিয়ে দিয়েছি পড়ার মোট ,
এই ভাবে ওই ভাবে আলাদা থাক
যাতে না হও তোমরা এক জোট।


তুমি ও কিছু পারবে না হতে
মনের মত কিছু না করতে পারলে ,
এটা জেনে ঠকাচ্ছি তোমাদের
আমাদের লাভ তোমরা হারলে।


তাই , দিচ্ছি না বড় হতে তোমাদের
গুছিয়ে নিচ্ছি আমাদের টা ,
জ্ঞান কিছুতেই বাড়তে দেব না
তাহলে ঝুকবে তোমার মাথা।