বৈশাখের দুপুরের  প্রখর রৌদ্রের সব টুকু
দাবদাহ শুষে নেব আমি এক চুমুকে
ঠিক যেমন সমুদ্র মন্থনে উঠে আসা
গরল টুকু পান করেছিলেন মহাদেব।


তারপর আমি সব টুকু বিষ ঢেলে দেব
তোমার ওষ্ঠে ,বিষের জ্বালায় কাতরাবে
আর বারবার বাঁচার জন্য আকুতি করবে
ভয় কি তোমার তুমি আমার সাথে যাবে।


তোমার কন্ঠ  বিষের জ্বালায় কাতর  হলে
আকাশের সব মেঘ থেকে জল শুষে নেব
তারপর ঝরনার মত গলায় দেব ঢেলে
বল প্রিয়া ভালবাসার বিনিময়ে আর কি দেব।


মেঘ বৃষ্টি ঝরনা যা চাইবে তুমি তখনই
তারে হাজির করব আমি তোমার সামনে
আমার এ প্রতিশ্রুতি মিথ্যা নয় জেনেও
আমার জন্য একটু ভালবাসা জাগে না মনে ?


কেন প্রিয়া আমার প্রতি তোমার রাগ কিসে ?
নাকি রয়েছে মনে শুধু  ঘৃনা আর  অবহেলা
তুমি আমায় দেখতে চাও পরিপূর্ণ বিষে
ভালবাসার স্বাদ টুকু জুটবে না কি আমার বেলা ?