শত শত নিউ ইয়ারের ভিড়ে
বোতল ভর্তি পানীয় ছেড়ে ,
এসেছে আবার বাংলার নববর্ষ
এসেছে বাংলার ঘরে ঘরে।


যন্ত্র সভ্যতার এই যুগে আর
পাব কোথায় মাটির বাসন ,
টেবিল চেয়ার বাড়িতে বোঝাই
লাগবে কি ভালো পাতার আসন?


আম গাছের পাতার ফাঁকে
আম গুলো কত বেড়েছে ,
হরেক রকম শাক - সব্জির সাথে
মা আম ডাল ও করেছে।


সকাল বেলায় স্নান সেরে মা
গেছেন রান্না ঘরে ,
কত রকমের পদ রাধবে মা যে
খাওয়াবে সবাই কে মন ভরে।


মা বাবা ভাই বোন দিদি জামাইবাবু
পাড়ার সবাই তো আছে ,
ভাগ্যিস মা সেকেলে মানুষ
তাই নববর্ষ আজ ও আছে বেঁচে।


বৈশাখের এই দাবদাহে ও
আনন্দ সকলের মনে,
কয়েক দিন পর আসছে নববর্ষ
দেখা হবে সবার সনে।  


যতই সারাদিন হাই হ্যালো তে মাতি
বাংলা কে যে আমি ভালোবাসি ,
বছরের একটা দিন  খুসি হই আমি
এদিন ফোটে মনে হাসি।