গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত আমি
ছাতি ফাটা প্রাণ চায় একটু জল
গরমের তাপে শুস্ক মাঠ ঘাট
জলাশয়ে নেই জল ।


ফুটতে থাকা উষ্ণ রক্ত আমার
চাইছে একটু তরল
তা যদি হয় তাজা রক্ত
ক্ষতি কি তাতে বল ।


তাই আজ মেটাতে পিপাসা
খুঁড়ছি শুধু গর্ত
তাজা লাশে ভরাব এ সব
পান করবো রক্ত ।


হচ্ছে ভোট , হয়ে একজোট
মেতেছি হানাহানিতে
রক্ত গড়িয়ে হচ্ছে জমা
শুষ্ক পুকুরখানিতে ।


কাল থেকে হবে নতুন শুরু
পাবে না পিপাসা আর
এত রক্ত করলাম পান
কাল খাবার কি দরকার ।