কখন ও তুমি আমায় বুঝতে চাওনি
চেয়েছ নিতে আমার গায়ের গন্ধ।
জিগ্গেস করেছ বারে বারে ,কোনটা কোন সুগন্ধি ?
আচ্ছা আমি যেদিন সুগন্ধি গায়ে দেইনি
সেদিন কেন তুমি আমার পাশে থাকনি ?


ভালবাসা  মানে কি দুজনের পরিপূর্ণ সাজ
বাইরে থেকে লোকে দেখে বলবে। বা !সুন্দর
আর মনে মনে বড় করে তুলব কামনার অনল ,
মনের ভিতরে পুষে রাখব এক গাদা ঘৃনা
তোমায় জড়িয়ে ঘুরব শুধু ,ভুলে সকল লাজ।


দুটি দেহ দুজনের কাছে ভালোভাবে দেখাতে হবে
দেখাতে হবে দুজনের পরিচিত জনের কাছে ,
এই টুকুই কি প্রেমের সজ্ঞায় লেখা আছে ।
নাকি প্রেম মানে দুটি মনের মিলন ,ভেঙ্গে সব বেড়াজাল
দুটি মন শুধু একত্রিত হলেই হবে ,প্রেম হবে তবে।


নাকি আরো কিছু আছে যা আমার নেইকো জানা
প্রকিতি যেমন গাছ পালা ফুল ফল ভালবাসে ।
পাহাড় ভালো বাসে তার গলার হার ঝর্নাকে,
ভুলে গিয়ে দেহের স্বাদ , ভুলে সব চাকচিক্য
দুটো মন এক সাথে বেঁধে কি প্রেম হয়না ?