পৃথিবী তে তুমিই সবচেয়ে বোকা ,
কারণ টা তুমি ভালো করে জানো।
যদি তুমি কারোর কাছে কিছু চাও -
অনুরোধের সুরে কখন ও চেও না।
তাহলে সে হয়ত ভেবে বসতে পারে
তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছ।
এ পৃথিবী নয় অনুনয়ের, অনুরোধের
এ পৃথিবী শুধু ছিনিয়ে নেওয়ার।
আর যদি তুমি সেইটুকু না  পারো
নেই অধিকার তোমার কিছু পাওয়ার।
কি লাভ অন্যের পথপানে চেয়ে
অন্যের দেবার আশায় বসে থেকে।
বন্ধুত্বের দাবি , ভালবাসার দাবি
স্রোতের টানে সব গেছে একেবেঁকে।  
হাতের তালুতে জমাও অনেক বল
তবেই এ পৃথিবী হবে তোমার ।
নিভতে বসা প্রদীপের শিখা হলে
জনম বৃথা , জীবন তাই ছারখার।