কেউ কি আমায় বলতে পারে
আসবে কবে সেইদিন ,
পৃথিবী আবার  মুক্ত হবে
থাকবে না গরিবের ঋণ।


ঘুরবে না দামী গাড়িতে
থাকবে না ফ্লাট বাড়ি ,
প্রাণ টাকে পিষে চাকায়
ফিরবে না কেউ তাড়াতাড়ি।


ভিক্ষার ঝুলি হাতে কেউ
পুড়বে না রোদে জলে ,
অযথা লাথি মারবে না
পথের ভিখারী বলে।


একই তো পৃথিবীতে বাস
একই আকাশের তল ,
একই ভূমিতে বাস করে ও
কেউ সফট ড্রিঙ্কস কেউ জল।


কেনই তবে এই বিচার
দুই মানুষ দুই মেরুতে
আজ কেন এমন হলো
ছিল না তো এসব শুরুতে।