আমার অপরাধ কি বললে না
চলে গেলে আমায় ছেড়ে ,
সাজানো বাগান গেছে শুকিয়ে
তবুও রইলে তুমি দুরে।


পাহাড় ডিঙানো হয়নি আমার
সমুদ্র দেওয়া হয়নি পার,
কত স্বপ্ন দেখেছিলাম মনে মনে
পুরাল না স্বপ্ন গুলো আমার।


ফুলের বাগানে কাঠের দোলনা য়
বিকালে তুমি আমি ,
তোমায় দেখে বিদায় নেবে সবাই
যখন সূর্য অস্তগামী।  


তোমায় নিয়ে যাব ভেসে দূর দুরান্তরে
সাগর নদী  হব পার ,
এসব ভাবতে দিন কেটে যায় , একাই
দুঃখী মন আমার।  


কিছুই বুঝে ওঠার আগে পেলাম কষ্ট
এ নাকি তোমার অভিমান ,
এদিকে তোমায় ভাবতে ভাবতে আমি
ভাবনা জমিয়েছি পাহাড় সমান।  


বাহিরে সবাই হাসছে আমায় দেখে
অন্তর জ্বালায় মরছি মনে মনে ,
যতবার চেষ্টা করেছি ভুলতে তোমায়
ততই এসেছ ক্ষণে ক্ষণে।